রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু

প্রকাশ : 2022-12-27 10:01:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ইভিএমে চলবে এ ভোটগ্রহণ।

এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সবগুলো কেন্দ্র থাকছে সিসিটিভির আওতায়। যেকোনো মূল্যে এই ভোট অবাধ ও নিরপেক্ষ করতে চায় কমিশন। ২২৯টি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারসহ থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় চার হাজার সদস্য।

রসিক নির্বাচনে মোট প্রার্থী ২৬০ জন। এক্ষেত্রে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন— জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস-এর আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।

রসিক নির্বাচনে মোট ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর তৃতীয়বারের মতো নির্বাচন হচ্ছে রংপুরে। নগরজুড়ে এখন তাই ভোটের আমেজ।