রংপুরে সমবায়ীদের ভ্রাম্যমান প্রশিক্ষণ

প্রকাশ : 2023-09-11 10:29:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রংপুরে সমবায়ীদের ভ্রাম্যমান প্রশিক্ষণ

বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রংপুর জেলা সমবায় কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে রবিবার ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিঃ কার্যালয়ে দিনব্যাপী সমবায়ীদের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন সমবায়ীদের নিয়ে সমবায় সমিতি আইন, বীধিমালা সম্পর্কে ধারনা অর্জন, সমবায় ভিত্তিক উন্নয়ন মূলক কর্মকান্ডের বিস্তৃতি করণ ও সমবায়ীদের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার লক্ষে প্রশিক্ষণ প্রদান করেন কাউনিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, রংপুর জেলা কার্যালয়ের প্রশিক্ষক মোঃ নুরুন্নবী বসুনিয়া, সহকারী পরিদর্শক মোছাঃ রেহেনা পারভীন, বিশিষ্ট সমবায়ী সারওয়ার আলম মুকুল। 

দিনব্যাপী সমবায়ীদের ভ্রাম্যমান প্রশিক্ষণে কাউনিয়া উপজেলার ২৫জন সমবায়ী অংশ গ্রহন করেন। সমিতিতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।