রংপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

প্রকাশ : 2021-05-06 19:19:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রংপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

রংপুর প্রেসক্লাব চত্ত¡রে বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার চাল, ডাল, তেল, নুন সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, ঈদের আগে সকল শ্রমিকের বেতন বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জোটের জেলা সমš^য়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মমিনুল ইসলাম, সিপিপি রংপুর নগরের সদস্য দেবদাস দেবু, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু। নেতৃবৃন্দ বলেন, এই মহামারীকালে মানুষের যখন কাজ হারিয়ে দিশেহারা তখনো ব্যবসায়ী সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে জনগনের কাছ থেকে সর্বোচ্চ মুনাফা আদায় করছে। সরকার নির্বিকার অথবা কোথাও লোক দেখানো কিছু পদক্ষেপ গ্রহন করছে, যা টিভি এবং পত্র পত্রিকায় শুধু দেখা যায়। অন্যদিকে শ্রমিকরা যারা গার্মেন্টস সহ বিভিন্ন জায়গায় কাজ করছে তাদেরও বেতন বোনাস মালিক পক্ষ দিচ্ছে না। এক্ষেত্রে সরকারও শ্রমিকদের পক্ষে কোন ভ‚মিকা রাখছে না। এভাবে সরকার সাধারণ জনগণের বিরুদ্ধে দাড়িয়ে মালিক পক্ষ পুঁজিপতি ব্যবসায়ীদের তাবেদারী করছে। নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে জনস্বার্থে দ্রব্যমূল্য কমানো, ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও সকল শ্রমিকদের বকেয়া বেতন বোনাস প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহবান জানান।