রংপুরে পোড়ানো হলো মাছ ধ্বংস কারী নিষিদ্ধ ১৮টি রিং জাল

প্রকাশ : 2025-04-23 17:06:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রংপুরে পোড়ানো হলো মাছ ধ্বংস কারী নিষিদ্ধ ১৮টি রিং জাল

কাউনিয়ায় তিস্তা নদীতে পাঞ্জরভাঙ্গা ও নিজপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাছের বংশ বিনষ্টকারী ১৮টি রিং জাল আটক করে পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার দুপুরে উপজেলা মৎস্য অফিসে উদ্যোগে কাউনিয়ায় থানা পুলিশের সহায়তায় তিস্তা নদীতে পাঞ্জরভাঙ্গা ও নিজপাড়া এলাকায় অভিযান চালিয়ে চায়না দুয়ারী ১৮টি রিং জাল আটক করা হয়। পরে তিস্তা সেতু পাড়ে নিষিদ্ধ ঘোষিত ১৮টি রিং জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলাম, কাউনিয়া থানা এস আই আলাউদ্দিনসহ সঙ্গিয় ফোর্স। এই অভিযানকে এলাকবাসী স্বাগত জানিয়ে অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন। 

 

সান