রংপুরের ব্র্যাক প্রত্যাশা-২ এর সচেতনতামূলক সভা ও পুরস্কার
প্রকাশ : 2025-10-29 11:56:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকএীকরন (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতায় শিক্ষা সচেতনতা মূলক সভা মঙ্গলবার বিকালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহকারী প্রধান শিক্ষক দিপ্তি রানী, সহকারী শিক্ষক অভয় চন্দ্র, শহিদুল ইসলাম, জোসনা রানী, সাংবাদিক জহির রায়হান, কাউনিয়া উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমূখ। সভা শেষে এ প্রকল্প সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে পাওয়ার পয়েন্টের মাধ্যমে নাটিকা প্রদর্শন শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজে ১৫জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।