রংপুরের কাউনিয়া থানার কার্যক্রম শুরু
প্রকাশ : 2024-08-10 18:10:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতায় ছাত্র-জনতা, পুলিশ সদস্যসহ বহু মানুষ নিহত হয়েছেন। ছাত্র আন্দোলনকারীদের দাবী বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের ছাত্র আবু সাঈদসহ অনেক প্রাণহানি ঘটে, এর ফলে জনগণের ক্ষোভ এবং সম্ভাব্য সহিংসতার ভয়ে অনেক পুলিশ সদস্য তাদের দায়িত্ব থেকে বিরত থাকেন। ফলে থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে রংপুরের কাউনিয়া থানায় কার্যক্রম সীমিত আকারে শুরু হয়েছে।
সরেজমিনে কাউনিয়া থানায় গিয়ে জানাগেছে, পুলিশ মহাপরিদর্শকের কাজে যোগ দেয়ার নির্দেশনার পর সারা দেশে ন্যায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় কাউনিয়া থানার কার্যক্রম শুরু হয়েছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ এস এম শরিফ জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে গেলে নিরাপত্তা আতঙ্কে অনেক থানার পুলিশ সদস্যরা কাজে যোগ দেননি কিংবা থানা ছেড়ে চলে গেলে দেশে বহু থানায় হামলা ও অগ্নিসংযোগ, অস্ত্র ও মালামাল লুট হয়। এরপর থেকে থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে আমরা থানার কার্যক্রম শুরু করেছি। আমরা জিডি, অভিযোগ নেয়া সহ বিভিন্ন কাজ করছি। আমার থানায় ৭৬জন স্টাফ এর মধ্যে ছুটিতে থাকায় কয়েকজন ছারা বাকি সবাই উপস্থিত আছে। উপরের নির্দেশ পেলে আমরা ধীরে ধীরে এলাকার মানুষের জানমালের নিরাপত্তাসহ আইন-শৃংখলার কাজে আত্মনিয়োগ করবো। তিনি আরও জানান, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছারা অন্য যে কোন থানায় চেয়ে কাউনিয়া থানার আইন-শৃংখলা পরিস্থিতি অনেক ভাল আছে। তিনি এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি সাভাবিক করতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, কাউনিয়ায় চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান, সংখ্যালঘুদের নিরাপত্তা, মন্দি গুলোর নিরাপত্তায় সকলের সহযোগিতা কামনা করেন।