রংপুরের কাউনিয়ায় ৩ ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী
প্রকাশ : 2023-05-22 11:12:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। বাণজ্যমন্ত্রী শনিবার উপজেলার সারাই, হারাগাছ, শহীদবাগ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন।
এছাড়াও তিনি দূর্বৃত্তের হামলায় নিহত আওয়ামী নেতা সোনা মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, শহীদবাগ ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ছাত্র লীগ উপজেলা শাখার আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, যুগ্ম আহবায়ক জামিল হোসাইন প্রমূখ।