রংপুরের কাউনিয়ায় যুবকের আত্মহত্যা

প্রকাশ : 2023-05-15 17:36:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রংপুরের কাউনিয়ায় যুবকের আত্মহত্যা

রংপুরের কাউনিয়ায় শাহ আলম (৪৮) নামের এক মধ্য বয়সী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতুর সঠিক কারণ নিশ্চিতায়নে সোমবার ওই ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে গত রবিবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে ওই ব্যক্তি নিজ ঘরে গলায় রশি পেচিয়ে ধরনার সাথে ঝুলে আত্মহত্যা করেন। নিহত শাহ আলম উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে। 

নিহতের পিতা আব্দুল মমিন (৭০) জানান, তার বড় ছেলে শাহ আলম রাত ১০ টার দিকে নিজ ঘরে গলায় রশি পেচিয়ে ধরনার সাথে  ঝুলে আত্মহত্যা করার চেষ্টা করে। পরিবারের লোকজন তাঁর গোঙ্গানী শব্দ টের পেয়ে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে আসে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছেন বিল্লাহ জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।