রংপুরের কাউনিয়ায় ঘুর্ণিঝড়ে ২ শতাধিক বাড়ি ঘর লন্ডভন্ড, ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশ : 2023-05-17 12:04:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রংপুরের কাউনিয়ায় ঘুর্ণিঝড়ে ২ শতাধিক বাড়ি ঘর লন্ডভন্ড,  ফসলের ব্যাপক ক্ষতি

কাউনিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গত সোমবার রাতের ঘুর্ণিঝড়ে ২ শতাধিক বাড়ীঘর লন্ডভন্ড হয়ে গেছে। খোলা আকাশের নীচে বসবাস করছে অনেক পরিবার। ঝড়ে গাছ ও টিনের ঘর পরে আহত হয়ে কমপক্ষে ৭ জন। এছাড়াও শিলা বৃষ্টিতে উঠতি বোরো ধান, ভুট্টা, মরিচ, ঢেরস, পাট সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শত শত গাছ উপরে ও ভেঙ্গে পড়েছে। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বড় বড় গাছ ভেঙ্গে পড়ায় রাতে প্রায় ১ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় গাছ কেটে যানবাহন চলাচল সাভাবিক করে। অপরদিকে বিদ্যুতের তারে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিছিন্ন হয়ে পড়ে।

উপজেলার সারাই, হারাগাছ, শহীবাগ, কুর্শা, টেপামধুপুর, বালাপাড়া ইউনিয়নের উপর দিয়ে ঝড় বয়ে যায়। এর মধ্যে সারাই ইউনিয়নের মাছহাড়ী, মদামুদন, হারাগাছ ইউনিয়নের নাজিরদহ,কুর্শা ইউনিয়নের শিবু গ্রামের বেশি ক্ষতি হয়েছে। ঝড়ে আহত হয়েছেন নাজিরদহ একতা সেতু এলাকার মৃত সব্বুল মিয়ার স্ত্রী মেরাবজান (৭১) ও তার কন্যা মিনারা খাতুন (৩১), ভূতছাড়া গ্রামের নেজাব উদ্দিনের স্ত্রী নবীয়া বেগম (৩৮) সহ বিভিন্ন এলাকায় ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার ঝড়ে ক্ষতি গ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে তারা বলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের নিকট ঝড়ে ক্ষতিগ্রস্থ লোকজনের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হবে।