রংপুরের কাউনিয়ায় ঘটছে নিত্য দুর্ঘটনা, উদাসীন কর্তৃপক্ষ

প্রকাশ : 2023-08-22 18:02:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রংপুরের কাউনিয়ায় ঘটছে নিত্য দুর্ঘটনা, উদাসীন কর্তৃপক্ষ

রংপুরের কাউনিয়া উপজেলার প্রাণকেন্দ্র ও সবচেয়ে গুরুত্বপূর্ন স্থান বালিকা বিদ্যালয় মোড়ে নিত্য দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের নজরে আসছে না। সমস্যা সমাধানে স্থানীয়রা বহুবার আবেদন নিবেদন করেও কোন কাজ হচ্ছে না।

সরেজমিনে মঙ্গলবার বালিকা বিদ্যালয় ছয় রাস্তার মোড়ে গিয়ে দেখা গেছে, অপরিকল্পিত রাস্তা তৈরী ও ট্রাফিক ব্যবস্থা না থাকায় উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ন স্থানটিতে নিত্য দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা জানান, রংপুর- কুড়িগ্রাম মহাসড়ক সংস্কার করার পর সংযুক্ত বাকি ৪টি রাস্তার মুখ প্রায় দেড় দুই ফিট উচু নিচু হয়ে গেছে। ফলে মুল রাস্তা পারাপার হতে গেলেই অথবা অন্য গাড়ীকে সাইড দিলে গেলেই উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা। 

মঙ্গলবার টেপামধুপুর থেকে একজন ট্রলি চালক সোনালী আঁশ পাট নিয়ে রাস্তা পারের সময় ট্রলিটি উল্টে যায়, অল্পের জন্য চালক সহ পথচারীরা প্রাণে বেঁচে যায়। এর আগে একজন ভ্যান চালক সার নিয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে মাল সহ ভ্যানটি উল্টে গিয়ে অল্পের জন্য চালক প্রাণে বেঁচে যায়। ভ্যান চালক বাবু জানান ১০বস্তা সার নিয়ে রাস্তা পার হওয়ার সময় লোকাল রোড থেকে আরকে রোড অনেক উচু ও রাস্তার ঢাল সঠিক ভাবে না থাকায় তার ভ্যানটি উল্টে যায়। সে আরও জানায় ভাগ্য ভাল যে এ সময় কোন বাস বা ট্রাক ছিল না, তা না হলে হয়তো আমার লাশ দেখতে পেতেন। একজন ট্রাকটর চালক জানান উপজেলা খাদ্য গুদাম থেকে চাউল নিয়ে আরকে রোডে উঠতে গিয়ে ট্রাকটর উল্টে যায় এতে চালক সহ পাশের ফল দোকানদার চানমিয়া অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এতো সব ঘটনা প্রায় প্রতি দিনই ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে না। অথচ প্রায় প্রতিদিন এই মোড়ে মটর সাইকেল ধরার জন্য ট্রাফিক পুলিশের বেশ কয়েকজন সদস্যকে দেখা গেলেও তারা রাস্তার শৃংখলা রক্ষায় কাজ না করে শুধু মটর সাইকেল ধরতে ব্যস্ত থাকেন। 

এই মোড়ে গুরুত্বপূর্ণ থানা রোড, স্টেশন রোড, মধুপুর রোড, অন্নদানগর রোড এবং রংপুর-কুড়িগ্রাম রোড একত্রে মিলিত হয়েছে। উপজেলার প্রান কেন্দ্র ও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও বড় হাট বাজার গুলোতে যাওয়ার রাস্তা মোড় হওয়ায় যান জট লেগেই থাকে। উপজেলা সমন্বয় ও আইন শৃংখলা কমিটির মিটিং এ বহুবার এই মোড়ে ট্রাফিক ব্যবস্থা চালুর কথা বলা হলেও আজ পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেই। এই মোড় পার হতে গিয়ে ইতোমধ্যে ৫ জনপ্রাণ হারিয়েছেন। 

উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি জানান, স্টেশন রোডের সংযোগ মাথায় আমরা কাজ করেছি, বাকি গুলো যেহেতু আরকে রোডের কাজ বৃদ্ধি পাচ্ছে তাই করা হয়নি। এব্যাপারে নির্বাহী মোঃ মহিদুল হক জানান, বিষয়টির সমাধানের জন্য জেলা মিটিং এ উপস্থাপন করবো, এটি সড়ক ও জনপদ এবং পুলিশের ট্রাফিক বিভাগের কাজ। দুর্ঘটনা রোধে এলাকাবাসী গুরুত্বপূর্ন মোড়টির সংস্কার সহ ট্রাফিক ব্যবস্থা চালুর দাবী জানিয়েছেন।