যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে-জেলা প্রশাসক

প্রকাশ : 2021-11-08 19:00:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে-জেলা প্রশাসক

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেছেন যৌন হয়রানীর বিরুদ্ধে প্রশাসন, জনপ্রতিনিধি সহ সমাজের সচেতন নাগরিকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীদের সমঅধিকার প্রতিষ্ঠা করতে সকলকে এগিয়ে আসার পাশাপাশি সকল কাজকর্ম সম্পৃক্ত করতে হবে। অপ্রাপ্ত মেয়েদের বাল্য বিয়ে দেয়া হলে তারা প্রতিভা বিকাশ ঘটাতে পারবে না, সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। 

সোমবার সকাল ১০টায় আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে (ইউএনএফপিএ) এর অর্থায়নে বাস্তবায়িত ‘যৌন হয়রানি প্রতিরোধে নিশ্চিত করতে শিশুদের নির্ভয়ে পথচলা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আদমদীঘি উপজেলা হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচারক শহিদুল ইসলাম, কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও নারী শিক্ষার্থীবৃন্দ।