যৌন হয়রানির মামলায় সংগীত পরিচালক গ্রেফতার, পরে জামিন

প্রকাশ : 2025-10-25 10:24:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

যৌন হয়রানির মামলায় সংগীত পরিচালক গ্রেফতার, পরে জামিন

বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক শচীন সাংঘভির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের হয়েছে। ২৯ বছর বয়সি এক নারী তার বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ শচীনকে গ্রেফতার করে। তবে কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে যান তিনি। অভিযোগটি নিয়ে এখন তদন্ত চলছে। 

পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে তারা তৎপর হয়ে শচীনকে হেফাজতে নেয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

শচীনের আইনজীবী আদিত্য মিঠে এই বিষয়ে বলেছেন, আমার মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। কোনো প্রমাণ নেই। পুলিশ বেআইনিভাবে তাকে আটক করেছিল। সেই কারণে তাকে দ্রুত মুক্তি দেওয়া হয়েছে। আমরা প্রতিটি অভিযোগের যথাযথ উত্তর দেব।

প্রসঙ্গত, সচিন সাংঘভী বলিউডের অন্যতম প্রভাবশালী সঙ্গীত পরিচালক। জিগার সারইয়ার সঙ্গে  মিলে বহু সিনেমার গানে সুরারোপ করেছেন তিনি। সম্প্রতি আয়ুষ্মান খুরানা এবং রাশমিকা মান্দানা অভিনীত  ‘থামা’-তেও তারা সঙ্গীত পরিচালনা করেছেন।