যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারির আস্তানায় গ্রেফতার ৫

প্রকাশ : 2024-10-03 12:13:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারির আস্তানায় গ্রেফতার ৫

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) রাত ১২ টার দিকে ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। তাদের বাড়ি ওই এলাকাতেই।

জব্দ করা মাদকের মধ্যে সাড়ে ২৮ কেজি গাঁজা ও ১৮৭ বোতল ফেনসিডিল রয়েছে। এ ছাড়া রয়েছে ১৭ পিস ইয়াবা, একটি রাম দা, ছয়টি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার ৮০ টাকা।

ভোলা নৌ কন্টিনজেন্টের লে. মুফতাদি উল ইসলাম জানান, গোপন সংবাদে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে অভিযান চালায়। সেখানকার পাইলট সংলগ্ন মাদক কারবারি শহিদুলের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

মিডিয়া ব্রিফ করে যৌথ বাহিনী আরও জানায়, ভোলা সদর উপজেলা ও তৎসংলগ্ন এলাকায় পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি শহিদুলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। যার পরিপ্রেক্ষিতে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালায়।

রাতেই গ্রেফতারদের এবং জব্দ করা মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় একটি মামলা করা হয়েছে।

ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় যৌথ বাহিনী।

সা/ই