যৌতুকের দাবিতে লৌহজংয়ে গৃবধূকে নির্যাতন ও হত্যার চেষ্টা
প্রকাশ : 2022-12-03 19:10:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়সা পশ্চিম পাড়া গ্রামের গৃহবধূ আরিফা আক্তার (২৪) কে যৌতুকের কারণে নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পরে লৌহজং থানার পুলিশের সহযোগিতায় ঐ গৃহবধূকে তার স্বামীর বাড়ি থেকে উদ্বার করে বাবার বাড়ি হাট ভোগদিয়া গ্রামে আনা হয়। এই বিষয়ে নির্যাতিত গৃহবধূ বাদি হয়ে লৌহজং থানায় নারী ও শিশু নির্যাতন এবং যৌতুকের মামলা করেছেন ৩ ডিসেম্বর, শনিবার।
নির্যাতিত গৃহবধূ আরিফা অক্তারের অভিযোগে জানা যায়, উপজেলার পয়সা পশ্চিম পাড়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে জোনায়েদ আহাম্মেদ নিলয়ের সাথে তার পারিবারিক ভাবে বিয়ে হয় দুই বছর আগে। বিয়ের পর থেকে নিলয় ও তার পরিবার বিভিন্ন ভাবে আরিফা ও তার পরিবারকে টাকা পয়সার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে আসছে । এই নিয়ে বেশ কয়েকবার সালিশ বসে এলাকায়। মেয়ের সুখ শান্তির কথা ভেবে আরিফার পরিবার নিলয়কে প্রায় তিন লক্ষ টাকা দেয় তাতেও সুখ আসেনি আরিফার সংসারে । এর মধ্যে নিলয়ের সাথে পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে ঢাকার পেশাষাক কারখানার এক নারী কর্মীর সাথে। এই নিয়ে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকে আরিফার সংসারে। নিলয় সামান্য খুঁটিনাটি বিষয়ে আরিফার ওপর নির্যাতন চালাতো। বিষয়টি আরিফার পরিবার জানতে পেরে নিলয়ের এলাকার ইউপি সদস্যকে বিষয়টি জানানো হয় । এলাকার ইউপি সদস্য নিলয়কে অনেকবার সাবধান করেও কোন ফল হয়নি ।
বৃহস্পতিবার রাতে নিলয় আরিফাকে তার বাড়ি থেকে ডেকে এনে যৌতুকের জন্য দিতে চাপ দিলে আরিফা তাতে অস্বীকৃতি জানায় । এরপর শুরু হয় আরিফার ওপর অমানুষিক নির্যাতন । নিলয় প্রথমে আরিফার মুখে কাপড় ঢুকিয়ে মারধর করে। এরপর আরিফা দুর্বল হয়ে পরলে তার গলায় ওড়না পেঁচিয়ে আরিফার শ্বাসরোধের চেষ্টা করে। আরিফা ধস্তাধস্তি করে কোন রকম প্রানে বাঁচে। এরপর মোবাইল ফোনের মাধ্যমে তাদের বাড়িতে খবর দিলে আরিফার পরিবার বিষয়টি লৌহজং থানাকে অবহিত করেন।
এই সংবাদ পেয়ে লৌহজং থানার এসআই মো. রাসেল তার ফোর্স নিয়ে নিলয়ের বাড়ি থেকে আরিফাকে উদ্ধার করে তার বাবার বাড়িতে নিয়ে আসে। এসময় নিলয় ও তার বাবাকে পুলিশ খোঁজাখুঁজি করেও পায়নি । বর্তমানে আরিফা অসুস্থ অবস্থায় লৌহজং সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এই বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি আরিফার অভিযোগের প্রেক্ষিতে নিলয় ও তার পরিবারের অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্বে যথায়থ ব্যবস্থা নিবেন বলে জানান ।