যে কারণে জাতীয় দলে যুক্ত হতে চান না সালাউদ্দিন

প্রকাশ : 2024-03-04 18:45:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

যে কারণে জাতীয় দলে যুক্ত হতে চান না সালাউদ্দিন

দেশীয় কোচদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ মোহাম্মদ সালাউদ্দিন। দেশের লোকাল খেলোয়ারদের এগিয়ে নিয়ে যেতে তার রয়েছে বিশাল অবদান। যেকোনো সময় সমস্যায় পড়লে সাকিব আল হাসান, তামিম ইকবালসহ অনেকে দ্বারস্থ হন কোচ সালাউদ্দিনের। বিপিএল ২০২৪ আসরে কুমিল্লার কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এমন একজন বাংলাদেশের কোচ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তবে নিজেই জাতীয় দল কোচ হতে চান না সালাউদ্দিন।

জাতীয় দলের কোচ হতে না চাওয়া প্রসঙ্গে সম্প্রতি ক্রিকবাজকে সালাউদ্দিন বলেন, 'সত্যি বলতে, এখন আমার অন্য কারও অধীনে কাজ করার বয়স নেই এবং সহকারি কোচ হলে আমাকে ছেলেদের উন্নতির জন্য অনেক বেশি পরিশ্রম করার পাশাপাশি অনেক সময় দিতে হবে। একটা দল গোছানোর পেছনে সহকারি কোচের বড় ভূমিকা থাকে। কিন্তু এখন আমি এটা করতে পারবো না এবং অন্য কারও অধীনে কাজ করার মানসিকতা এখন আর নেই।’

জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রসঙ্গে টেনে দেশের জনপ্রিয় এই কোচ আরও বলেন, 'হাথুরুসিংহের ব্যাপারে আমি যা দেখেছি ও বুঝেছি যে, অন্য কোচরা তার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না এবং আমি যেমন মানসিকতার, তাতে আমাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। অন্য কেউ যদি আমার কাজে প্রভাব খাটায় তাহলে আমার জন্য কাজ করা মুশকিল হয়ে পড়বে এবং আমি এমন নই। এ কারণেই আমি নাম দেইনি।’