যেকোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে : সিইসি
প্রকাশ : 2024-04-25 17:42:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
যেকোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আশঙ্কা প্রকাশ করে সিইসি বলেছেন, উপজেলা নির্বাচন ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ন হতে পারে।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয় সভায় সিইসি এ কথা বলেন। সভায় দেশের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা অংশ নিয়েছেন।
সভায় সিইসি বলেন, ‘দেশের নির্বাচনে আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। এই নির্বাচনে ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ন হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র আছে তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে।’