যাদের কাজকর্মে দলের সুনাম ক্ষুন্ন হবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে : মোশারফ হোসেন
প্রকাশ : 2025-07-15 12:01:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, যাদের কাজকর্ম দলের সুনাম ক্ষুন্ন হবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তাই দলের নেতাকর্মীদের সুনামের সহিত দায়িত্ব পালন করতে হবে। বিএনপির রাজনীতি দেশ ও জাতির কল্যাণের জন্য এ কথা সকল নেতাকর্মীদের মাথায় রাখতে হবে। সোমবার (১৪ জুলাই) রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা কৃষকদল, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।
তিনি তার বক্তব্যে আরো বলেন, আপনারা পৌর, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, পাড়া ও মহল্লায় গিয়ে ধানের শীষের প্রচারণা চালাবেন। আর আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের আদর্শ এবং স্বচ্ছতা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ থাকবেন।
সেসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সহসভাপতি নবির শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ।