যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার
প্রকাশ : 2023-12-13 13:12:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সাভারের আশুলিয়ার কবিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) গভীর রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন - কলতাসূতি এলাকার হাজী আব্দুল কাদেরের ছেলে জিয়াউর রহমান (৪০) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে হৃদয় প্রামানিক (২৫)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১১ জানুয়ারি সন্ধ্যায় নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের হয়। বাসে অগ্নিসংযোগের ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম অপরাধীদের শনাক্ত করতে কাজ করে আসছিল। পরে মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কলতাসুতি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
আজ সাতদিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
গ্রামনগর বার্তা / কাআ