'যাই হোক না কেন, ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে কাজ করে যাবে'

প্রকাশ : 2024-12-03 17:15:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

'যাই হোক না কেন, ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে কাজ করে যাবে'

যাই হোক না কেন, ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের জবাব দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

প্রণয় ভার্মা বলেন, ‘যাই ঘটুক, ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্ব অটুট রেখে কাজ করে যাবে। ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে দুই দেশের পারস্পরিক নির্ভরতার সম্পর্ক কখনও বাধাগ্রস্ত হবে না। যাই হোক না কেন, অন্তবর্তী সরকারের সাথে ভারত কাজ করতে ইচ্ছুক। আমরা বন্ধু হিসেবে থাকব।’

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা প্রতিবাদ জানাতে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বিকেল প্রায় চারটায় প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে অবনতি শুরু হয়। সম্প্রতি সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনার পর এ উত্তেজনার পারদ চরমে উঠেছে। ভারতে বেশ কয়েকটি সংগঠন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে। 

এর মধ্যে গত সোমবার সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় দেশটির একদল উচ্ছৃঙ্খল জনতা। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুনও দেয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে এমন ঘটনা আগে কখনও হয়নি।

এ ঘটনায় সোমবারই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল না।

এদিকে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে থাকা বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশন ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ত্রিপুরা সরকার মঙ্গলবার তিন পুলিশ সদস্যকে বরখাস্ত এবং একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।