যশোরে যুবদল নেতা ধনি হত্যার প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ 

প্রকাশ : 2022-07-16 19:29:58১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

যশোরে যুবদল নেতা ধনি হত্যার প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার সহ সভাপতি বদিউজ্জামান ধনি কে সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে কাউনিয়া উপজেলা যুবদল শনিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল বের করে । বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গালস্ স্কুল মোড়ে এক প্রতিবাদ সভা করে। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোজাহার আলম বাবলু, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামিনুর রহমান, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু প্রমূখ। বক্তারা অবিলম্বে বদিউজ্জামান ধনি'র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান। বিক্ষোভ  মিছিলে উপজেলার ৬ ইউনিয়নের যুবদলের নেতা কর্মীরা অংশ গ্রহন করে।