যত মনোযোগ দেবেন, তত ভালো হবে: ডমিঙ্গো

প্রকাশ : 2021-05-22 20:04:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

যত মনোযোগ দেবেন, তত ভালো হবে: ডমিঙ্গো

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সিরিজগুলোতে ফিল্ডিং মাথা ব্যথার কারণ। বিশেষ করে নিউজিল্যান্ড সফরে তা দেখা গেছে। লঙ্কার মাটিতেও দেখা মিলেছে বাজে ফিল্ডিংয়ের মহড়া। রোববার থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। মিরপুরে বেলা ১টায় শুরু হবে ম্যাচ।

হোম সিরিজে ভালো করতে মরিয়া বাংলাদেশ। তার আগে ব্যাট-বলের পাশাপাশি ফিল্ডিংয়ে জোড় তাগিদ কোচ রাসেল ডমিঙ্গোর। তিনি শিষ্যদের বার্তা দিয়েছেন, অতীতের ভুলের কথা কম ভাবো। এতে করে ভুল কম হবে।
 
শনিবার ডমিঙ্গো বলেন, ‘ফিল্ডিং অনেকাংশে নির্ভর করে আত্মবিশ্বাসের ওপর। আপনি যত এটা নিয়ে কথা বলবেন, যত মনোযোগ দেবেন, তত ভালো হবে। আমাদের উচিত ভালো ক্যাচ বা ফিল্ডিং পারফরম্যান্সগুলোর স্মৃতিচারণ করা আর ভুলগুলোর কথা যথাসম্ভব মনে না রাখা। ভুলের প্রতি যত মনোযোগ দেয়া হবে তত ভুল করার প্রবণতা বেড়ে যাবে। একটা দলে কয়েকজন থাকে দুর্দান্ত ফিল্ডার, কয়েকজন গড়পড়তা। গুরুত্বপূর্ণ জায়গায় ভালো ফিল্ডারকে রাখতে হয়। আগেই বললাম, আত্মবিশ্বাস বড় এক জিনিস।’

কোচ হিসেবে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা হচ্ছে নাকি, এমন প্রশ্নের জবাবে ডমিঙ্গো বলেন, ‘আমাদের মুশফিক, রিয়াদ, তামিম ও সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে। তরুণ খেলোয়াড়রাও উঠে আসছে যাদের সুযোগ দেয়া প্রয়োজন। আফিফের মতো খেলোয়াড়রা এই সিরিজে দলে ভূমিকা রাখতে পারে। দলে চোটের সমস্যা থাকতে পারে, কেউ পারফর্ম করতে না পারে। তখন তরুণদের পারফর্ম করতে হবে।’

সিরিজে কোন জায়গায় উন্নতি দরকার। কোচের মতে, ‘আমাদের বেসিক ভালো করতে হবে। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে আমাদের বেসিক ভালো হচ্ছে না। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলেছিল। আমরা বেসিকে মনোযোগ দিতে চাই। খুব জটিল করে ভাবার কিছু নেই। বেসিক ঠিক রাখলেই হবে। এই ফরম্যাটে এটুকু করতে পারলেই সাফল্য সম্ভব।’