ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ভিটামিন- 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
প্রকাশ : 2021-06-05 14:15:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আজ সকাল ১০ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রাঙ্গণে ০৫ থেকে ১৯ জুন ২০২১ পর্যন্ত পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন- 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-০১ আসিফ হোসেন ডন।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মসিকের ৩৩ টি ওয়ার্ডে ৩০১ টি টিকাকেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ৬ থেকে ১১ মাস বয়সী ৮৬৯১ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৩৭৩২ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের। ক্যাম্পেইন চলাকালীন টিকা কেন্দ্রসমূহে সকাল ০৮ টা থেকে বিকেল ০৪ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।