ময়মনসিংহে বাবাকে হত্যা করল ছেলে
প্রকাশ : 2022-09-21 14:39:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ময়মনসিংহের মুক্তাগাছায় ছেলের লাঠির আঘাতে আব্দুস সোবহান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে দুপুরে উপজেলার ঘোগা ইউনিয়নের কালিকাপুরে সোবাহানকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ছেলে জহিরুল ইসলামকে।
মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া জানান, জহিরুল ইসলাম মানসিক ভারসাম্যহীন৷ ঘটনার দিন দুপুর ২টার দিকে আব্দুস সোবহানকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত সোবহানকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চাঁদ মিয়া আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জহিরুল ইসলামকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।