মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়ঃ আবহাওয়া অধিদপ্তর

প্রকাশ : 2022-09-25 16:11:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়ঃ আবহাওয়া অধিদপ্তর

রাজধানীতে সকাল থেকে রোদেলা আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে, কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হচ্ছে। গতকাল শনিবারও বৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশের উত্তরের জেলাগুলোতে বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, এমন মেঘলা আবহাওয়া ও বৃষ্টি চলবে অন্তত আরও দুই দিন। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এমনটা হচ্ছে।

আজ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র তা মাঝারি অবস্থায় রয়েছে। 

আজ বেলা ১১টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় একই প্রবণতা দেখা যেতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা কমে যেতে পারে। অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়। এর পরিমাণ ছিল ১৫০ মিলিমিটার। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে, ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।