মোড়েলগঞ্জে গাঁজা-টাকা ও মোটরসাইকেলসহ আটক ৫
প্রকাশ : 2022-08-14 19:20:46১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের মোড়েলগঞ্জে পুলিশ রবিবার (১৪ আগস্ট) থেকে মাদক বিরোধী অভিযান শুরু করেছে। অভিযানের প্রথম দিনেই উপজেলার জিউধরা ইউনিয়নের মাদরাসা বাজারের জনৈক খায়রুলের চায়ের দোকানের সামনে থেকে মাদক বিক্রিকালে গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো, ওই এলাকার হুসাইন শেখ (১৬) মিরাজুল শেখ (২০), ইসলাম হাওলাদার (২৮), শফিকুল হাওলাদার (২২) ও মাছুম হাওলাদার (২৪) । এদের নিকট থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রি করা নগদ ১০ হাজার টাকা ও তাদের ব্যবহ্নত একটি মটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করেন পুলিশ।
মোড়েলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাজান আহম্মেদ জানান, থানার ওসি সাইদুর রহমানের নেতৃত্বে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে মাদকসহ পাঁচজনকে এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। মাদকসহ আটক পাঁচজনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদক আইনে নিয়মিত মামলা রেকর্ড করা হয়। আর নিয়মিত মামলার আসামি রিয়াজ ও সোয়াইবসহ সাত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।