মোড়েলগঞ্জের প্রয়াত সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতাদের কবর জিয়ারত
প্রকাশ : 2022-05-08 10:31:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মোড়েলগঞ্জের প্রয়াত সংসদ সদস্যসহ চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতার কবর জিয়ারত করলেন মোড়েলগঞ্জের কৃতি সন্তান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক এইচ,এম মিজানুর রহমান জনী। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক এইচ এম মিজানুর রহমান জনী।
বুধবার তিনি বাগেরহাট-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম হাওলাদার, ১৬ নং খাউলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস কলেজের সাবেক ভিপি আব্দুল জলিল, শ্রমিক লীগের সাবেক সভাপতি মুরাদ হাওলাদারের কবর জিয়ারত করেছেন।
এছাড়াও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান জনী বিভিন্ন ইউনিয়ন আওয়ামীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার-এর জন্য দীর্ঘায়ু ও তার পরিবারে শাহাদাৎ বরনকারীদের আত্মার শান্তি কামনা করে সকলের জন্য দোয়া চেয়েছেন।
এ সময় প্রয়াত নেতা ইব্রাহিম হাওলাদারের ছেলে মোড়েলগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ১৫ নং ইউনিয়ন পরিষদের সদস্য টি এম হাবিবুর রহমান জাকির, প্রয়াত ভিপি জলিলের ছেলে মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান জিমি, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি আতিয়ার রহমান টুকু, যুবলীগ নেতা আমিনুল ইসলাম নয়ন, সাবেক চেয়ারমান মাস্টার আবুল খায়েরের ছেলে আবু শাহারিয়ার শান্ত, মুরাদ হাওলাদারের ছেলে জিহান জয় সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।