মোহাম্মদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভাইরাল ছিনতাইকারী গ্রেপ্তার
প্রকাশ : 2025-11-09 15:47:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতাসহ চারজনকে সেনা অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।
শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বসিলা ফিউচার সিটি এলাকায় এ অভিযান পরিচালনা করে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা। অভিযানে গ্রেপ্তাররা হলেন– ভাইরাল ভিডিওতে দেখা মূল ছিনতাইকারী শাওন (১৯), মহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)।
আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরে এক যুবকের ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওর সঙ্গে মিলিয়ে সম্ভাব্য ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করে সেনাবাহিনী।
ভিডিও ভাইরাল হওয়ার পর শনাক্ত করা ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। সম্প্রতি তাদের একজন ঢাকায় ফিরে আসে। এ তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে সে আজ হোক কিংবা কাল আইনের হাত থেকে বাঁচতে পারবে না। সাম্প্রতিক ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের অধিকাংশ আসামিই গ্রেপ্তার হয়েছে। যারা পলাতক আছে, তাদেরও আমরা শনাক্ত করে আইনের আওতায় আনব।
গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কা/আ