মোল্লাহাটে ইয়াবা ও দেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : 2022-08-14 19:22:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পুলিশের অভিযানে ইয়াবা ও দেশি মদসহ দুইজন অবৈধ পেশাদার মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা হলো, উপজেলার ডাবরা গ্রামের মোসলেম মৃধার ছেলে শুকুর মৃধা (৪০) ও দক্ষিণ আমবাড়ী গ্রামের তৈয়ব আলী মোল্লার ছেলে শহিদুল ইসলাম মোল্লা (২৪)। এদের নিকট থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
মোল্লাহাট থানার ওসি সোমন দাশ রবিবার (১৪ আগস্ট) দুপুরে জানান, থানার এসআই হাসান আলী ও এসআই নবুয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে ইয়াবা ও চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোল্লাহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করে আসামিদের রবিবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।