মোল্লাহাটে ইয়াবাসহ ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশ : 2022-10-11 18:54:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মোল্লাহাটে ইয়াবাসহ ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা গ্রেফতার

বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশের নিয়মিত অভিযান চলাকালে মামুন মোল্লা (৩৫) নামের এক ভ্রাম্যমাণ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। চিহ্নিত মাদক বিক্রেতা মামুন মোল্লা মোল্লাহাট উপজেলার গাড়ফা চরপাড়া গ্রামের মৃত মোখলেছ মোল্লার ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জানান, মাদক ও জুয়া বিরোধী অভিযান চলাকালে গোপন খবরের ভিত্তিতে সোমবার সকালে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ২৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।