মোরেলগঞ্জে নারী পকেটমার আটক

প্রকাশ : 2022-07-29 20:15:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মোরেলগঞ্জে নারী পকেটমার আটক

মোরেলগঞ্জে এক নারী পকেটমারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মোরেলগঞ্জ সতর বাজারের ফাস্ট সিকিরিটি ইসলামি ব্যাংকের নীচতলা থেকে যুথি বেগমকে(১৮) আটক করা হয়।সে রুবি বেগম নামে এক নারীর ব্যাগের মধ্য হতে স্বর্ণালংকার ও অপর এক নারীর ভ্যানিটি ব্যাগ হাতিয়ে ১০ হাজার টাকা নিয়ে হাতেনাতে ধরা পড়ে। যুথি বেগম পূর্ব সরালিয়া গ্রামের শেলিম শেখের মেয়ে।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, যুথি বেগম পেশাদার পকেটমার। তাকে হাতেনাতে ধরার জন্য পুলিশও তৎপর ছিল। আজ সে ধরা পড়েছে। এ ঘটনায় রুবি বেগম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।