মোবাইল কিনে না দেয়ায় বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

প্রকাশ : 2021-06-12 08:35:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মোবাইল কিনে না দেয়ায় বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

মাদারীপুর সদরের ঘটমাঝি এলাকায় মোবাইল কিনে না দেয়ায় কৃষক বাবার সাথে অভিমান করে ১০ম শ্রেণীর ছাত্র আত্মহত্যা করেছে। আজ বিকেল ৪ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার ঘটমাঝি গ্রামের কৃষক তালেব আকনের ছেলে শফিকুল ইসলাম স্থানীয় এ্যাডভোকেট দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। কিছুদিন ধরে বাবা তালেব আকনের কাছে একটি মোবাইল ফোন কিনে দেয়ার দাবি করে আসছিল। কিন্তু কৃষক বাবার আর্থিক স্বচ্ছলতা না থাকায় ছেলেকে মোবাইল কিনে দিতে পারেন নি। এনিয়ে শুক্রবার বেলা ১২টার দিকে কথা কাটাকাটি হয়। এক পর্যায় ছেলে ঘরের দরজা আটকিয়ে ভিতরে থাকে। বিকেল ৪ টা বেজে গেলেও শফিকুল বের না হলে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখে ঘরের ভিতরে গিয়ে দেখে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। সাথে সাথে পরিবারের লোকজন তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত বলে ঘোষণা করে।

শফিকুলের মৃত্যু ঘটনা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।