মোটরসাইকেলের ধাক্কায় বাগেরহাটে নারী নিহত

প্রকাশ : 2022-09-08 19:36:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মোটরসাইকেলের ধাক্কায় বাগেরহাটে নারী নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মিনারা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে  সাইনবোর্ড-বগী আ লিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার পল্লীমঙ্গল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীরা মোটরসাইকেলটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। তার নাম পরিচয়ও এ পর্যন্ত জানা যায়নি।নিহত মিনারা বেগম মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামের মৃত আকরাম খলিফার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করা হয়েছে, তবে মোটরসাইকেল চালক পলাতক রয়েছেন। তাকে শনাক্তের কাজ চলছে। কোন অভিযোগ না থাকায় নিহত মিনারা বেগমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।