মোটরসাইকেলের চাপায় গাংনীতে নারী নিহত
প্রকাশ : 2022-09-08 15:47:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের চাপায় খাইরুন নেছা (৪৮) নামের এক নারী নিহত। নিহত নারী গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের কুঠিভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি ৩ কন্যা সন্তানের জননী ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুলবাড়ীয়া-ভাটপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন মোটরসাইকেল আরোহীও। আহত মোটরসাইকেল আরোহীর বাড়ি মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ভবানীপাড়া গ্রামে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, খাইরুন নেছা বাড়ির পাশে সড়ক দিয়ে হাঁটছিলেন। এসময় কুলবাড়ীয়া গ্রামের দিক থেকে দ্রুতগামি একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে সে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় তার মৃত্যু হয়। তবে তাৎক্ষনিক ভাবে মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি। আহত মোটরসাইকেল আরোহীকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছেছে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।