মোকামতলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশ : 2023-08-26 15:10:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নে আমজানী ইয়াং সুপার স্টার ক্লাবের উদ্যেগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ফুটবল ফাইনাল খেলায় আমজানী ইয়াং সুপার স্টার ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ছামাদ স্মৃতি সংঘ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার ( ২৫ আগষ্ট ) বিকালে আমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কায়েফ। বিশিষ্ট সমাজসেবক রাজু সরদার এর সভাপতিত্বে বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রত্যাশা ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড ইউপি সদস্য শাহ আলম, হযরত আলী প্রি- ক্যাডেট মাদ্রাসা এন্ড স্কুলের পরিচালক এম এ ইসলাম আরিফ, আল হাবিব প্রিন্টিং এন্ড প্রেস এর স্বত্বাধিকারী আতিকু রহমান, ভাই ভাই ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী নুর আলম ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আমজানী ইয়াং সুপার স্টার ক্লাবের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক রিফাত সরকার প্রমূখ।