মোকামতলায় আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা
প্রকাশ : 2022-12-22 18:49:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২২ ডিসেম্বর) বিকালে শিবগঞ্জ থানা আয়োজনে ও গাক সহযোগিতায় মোকামতলা হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুনজুরুল আলম। সাংবাদিক খালিদ হাসান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অসিম রেজা চৌধুরী রাজা , ইউপি সদস্য মেম্বার আবু হানি মোল্লা হানিফ, গাক এরিয়া ম্যানেজার আতাউর রহমান, মোকামতলা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রিপন, নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার কোষাধ্যক্ষ সোহাগ আহমেদ প্রমূখ।