মোংলায় ৪ হোটেলসহ ১০টি ব্যাবসা প্রতিষ্ঠান পুরে ছাই
প্রকাশ : 2022-11-08 18:41:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মোংলা পুরাতন বন্দর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৪টি হোটেল সহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। সোমবার বিকালে বন্দরের পুরাতন বাসষ্টান্ডে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ’র সর্ট সার্কিটেই এ আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ধারণা করেছে ফায়ার সার্ভিস। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস পৌর মেয়র ও উপজেলা প্রশাসনের। সোমবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পুরাতন মোংলা বন্দর এলাকার বাসস্ট্যান্ডে সোনার বাংলা হোটেলের উপর থেকে হঠাৎ আগুন দেখতে পায় সেখানকার স্থানীয় লোকজন। এসময় ব্যাবসায়ীরা দিক-বেদিক ছুটাছুটি করতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্তের মধ্যে আগুনের লেলিহা চতুর্দিকে ছড়িয়ে পরলে ৪টি হোটেল সহ ১০টি ব্যাবসা প্রতিষ্ঠান পুরে ছাই হয়ে যায়। খবর পেয়ে প্রথমে মোংলা ইপিজেড’র ফায়ার সার্ভিস সহ ৫টি ইউনিটের প্রায় ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রনে আসলেও ওই প্রতিষ্ঠানগুলোর কোন মালামাল রক্ষা করতে পারেনী ব্যাবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হোটেলটির দ্বীতিয় তলার উপর থেকে আগুন লাগলেও এসময় ভিতরে অনেকেই খাবার খাচ্ছিল। তবে পাশের লোকজন আগুন দেখে সব কয়টি হোটেল থেকে লোকজনকে দ্রুত সেখান থেকে বের করে দেয়া হয়, ফলে ওখানকার কোন ব্যাবসায়ী বা অন্য কারো ক্ষতি অথবা হতা-হতের ঘটনা ঘটেনী। তবে হোটেল ও দোকানে থাকা নগদ টাকা ও মালামাল কিছুই রক্ষা করতে পারেনী ব্যাবসায়ীরা।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর পরই বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা, পৌর মেয়র শেখ আঃ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় ক্ষতিগ্রস্তদের সহায়তারও আশ্বাস দেয় এসকল কর্মকর্তারা।
বাগেরহাট ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক মোঃ গোলাম সরোয়ার বলেন, প্রথমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ঘন্টা ব্যাপি প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। কোন লোকজন বা অন্য কোন অপ্রতিকার কোন ঘটনা ঘটেনী, তবে ব্যাবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।
গত বছরের ২৫ নভেম্বর একই এলাকায় বিদ্যুৎ এর সর্ট সার্কিটে আগুন লেগে ৩টি ব্যাবসা প্রতিষ্ঠান পুরে প্রায় ২৫ রাখ টাকা ক্ষতি হয়েছিল।