মোংলায় ট্রলার ডুবে নারীর মৃত্যু
প্রকাশ : 2022-04-14 19:42:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের মোংলায় ট্রলার ডুবে পারভিন বেগম (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে মোংলা উপজেলার সিন্দুরতলা এলাকার পশুর নদীতে ট্রলার ডুবে এ ঘটনা ঘটে। এসময় নিহতের স্বামী ও ছেলে গুরুত্বর আহত হয়েছেন। নিহত পারভীন বেগম মোংলা উপজেলার সিন্দুরতলা এলাকার লিয়াকত শেখের স্ত্রী।
নিহতের স্বামী লিয়াকত শেখ বলেন, মোংলা পৌর শহর থেকে গাছ চেরাই করে স্ত্রী ও সন্তানকে নিয়ে ট্রলারে করে বাড়ীতে ফিরছিলাম। পশুর নদীর সুন্দরতলা নামক স্থানে পৌছালে প্রচন্ড ঢেউয়ে আমাদের ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারের মাঝি ও লিয়াকত ছিটকে নদীর মধ্যে পরে যায়। ট্রলারের ছাউনির মধ্যে থাকা আমার স্ত্রী পারভীন বেগম ও আড়াই বছর বয়সী ছেলে রবিউল ট্রলারের নিচে আটকে পরেন। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আমার স্ত্রী পারভিন বেগম মারা যান। তবে আল্লাহ আমার ছেলেটিকে বাঁচিয়ে রেখেছে। এখন কি হবে তার এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন এই বাবা।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম বলেন, ট্রলার উল্টে আহত হওয়া শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বলা হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।