মোংলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে নারীকে মারধর-লুটপাট

প্রকাশ : 2022-10-17 19:27:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মোংলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে নারীকে মারধর-লুটপাট

বাগেরহাটের মোংলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রোমেছা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম  ওলুটপাট করেছে প্রতিপক্ষরা। মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামে ক্ষতিগ্রস্থ ওই নারীর বাড়িতে এই ঘটনা ঘঠে। এ ঘটনায় নির্যাতিত ওই নারী বাদী হয়ে প্রতিপক্ষের পঁচাজনকে আসামী করে করে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালত ঘটনাটি পিবিআইকে তদন্তের নির্দেষ দিয়েছেন।

মামলার আসামীরা হলেন, সোনাইলতলা এলাকার হোসেন আলী শেখ (৫৭), জাকির আলী (৪০), ইদ্রিস আলী (৩৩), ইয়াসিন শেখ (৩৫), ফিরোজ হাওলাদার (৩৫)।

নির্যাতিত নারী রোমেছা বেগম বলেন, প্রতিবেশী হোসেন আলী শেখ(৫৭) এর সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমি নিয়ে বিরোধ ছিল। তারা বিভিন্ন সময়, আমাকে হত্যার হুমকী দিয়েছিল। এর অংশ হিসেবে ৩ অক্টোবর বিকেলে হোসেন আলী শেখ ও তার লোকজন বাড়ি আসে। আমাকে ও মারজিয়াকে এলোপাথারি মারধর শুরু করে। তাদের মারধর-কোপে আমি ও মারজিয়া গুরুত্বর আহত হই। হামলাকারীরা আমার ৫৩ হাজার টাকা মূল্যের স্বর্নের কানের দুল ছিনিয়ে নেয়। পরে ঘরে ঢুকে ১ লক্ষ ২৭ হাজার টাকা মূল্যের ২টি স্বর্নের চেইন লুট করে নেয়। পরে আমাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে আসলে, তারা পালিয়ে যায়। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে নালিশ করেও কোন প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে হোসেন আলী শেখসহ হামলকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি আদালতের কাছে হামলাকারীদের কঠিন বিচার চাই।