মেয়ের বয়সী তরুণীর সঙ্গে প্রেম, যা বললেন অভিনেতা শুভাশিস
প্রকাশ : 2026-01-17 11:21:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ও ভিডিওতে সমুদ্রতীরে এক তরুণীর সঙ্গে দেখা গেছে অভিনেতা প্রবীণ অভিনেতা শুভাশিস মুখার্জিকে। সৈকতে নিরিবিলি সময় কাটাচ্ছেন শুভাশিস মুখার্জি ও এক তরুণী। সেই দৃশ্য ঘিরেই শুরু হয় নানা আলোচনা।
গুঞ্জন উঠেছে, নিজের মেয়ের বয়সী এক তরুণীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন তিনি।বিতর্ক তুঙ্গে উঠতেই পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন শুভাশিস নিজেই।ভ্রমণে যাওয়ার কথা স্বীকার করলেও প্রেমের গুঞ্জন সরাসরি নাকচ করে দেন শুভাশিস।
তিনি জানান, বাস্তব জীবনের নয়, এই সম্পর্ক সম্পূর্ণই পর্দার গল্প। কৌতুকাভিনেতা রাজু মজুমদারের পরিচালনায় নির্মিত তাঁর প্রথম ছবি ‘ফণীবাবু ভাইরাল’-এর শুটিংয়ের প্রয়োজনে তাঁরা সমুদ্রতীরে গিয়েছিলেন।
এই সিনেমায় শুভাশিস মুখার্জির বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। ছবির গল্পে অসম বয়সী এক জুটির প্রেম ও রোম্যান্স দেখানো হয়েছে, যা দর্শকের কৌতূহল বাড়িয়েছে।
নিজের চেয়ে অনেক কম বয়সী অভিনেত্রীর সঙ্গে রোম্যান্টিক চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মজার ছলে শুভাশিস বলেন, “ভাবতেই আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছে।” তিনি আরও জানান, ছবিতে তাঁদের একাধিক রোম্যান্টিক দৃশ্য ও গান রয়েছে।
অসম বয়সের প্রেমকাহিনি নিয়ে নির্মিত ‘ফণীবাবু ভাইরাল’ সিনেমায় শুভাশিস ও রোশনির পাশাপাশি অভিনয় করেছেন খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিকসহ টালিউডের আরও পরিচিত মুখ।