মেহেরপুের স্থানীয়দের হাতে মাদক কারবারি আটক
প্রকাশ : 2022-04-07 19:14:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুর জেলা কারাগারের পেছন থেকে স্থানীয় কয়েকজন যুবকদের হাতে আলামিন (২০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। বুধবার রাত এগারটার দিকে মেহেরপুর জেলা কারগারারের পেছনে শিশুবাগান পাড়া থেকে স্থানীয় কয়েকজন যুবক তাকে আটক করে। আটককৃত মেহেরপুর সদর উপজেলা সোনাপুর মালিথাপাড়ার খোকনের ছেলে আলামিন। স্থানীয়ারা জানান, রাত সাড়ে দশটার দিকে জেলা কারাগারের পেছনে প্রাচিরের পাশে তাকে ঘোরাঘুরি করতে দেখতে পাওয়া যায়। চোর সন্দেহে কয়েকজন যুবক তাকে ধরে ফেলে। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে, সে বলে গাঁজা জেলখানার পেছনের প্রাচিরের উপর দিয়ে টেনিস বলের মাধ্যমে ফেলার জন্য এসেছিল। এ ঘটনায় রাতেই তাকে পুলিশের হাতে সোপর্দ করে।
মেহেরপুর সদর থানা পুলিশ তাকে আটক করে থানায় নেওয়ার পর বৃহস্পতিবার দুপুরের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) ধারায় মামলা দিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করে। মেহেরপুর সদর থানার মামলা নং-১১, তারিখ-০৭/০৪/২০২২ ইং।