মেহেরপুর মুজিবনগরকে স্থল কাস্টমস স্টেশন হিসেবে গেজেট প্রকাশ

প্রকাশ : 2021-06-01 09:21:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুর মুজিবনগরকে স্থল কাস্টমস স্টেশন হিসেবে গেজেট প্রকাশ

মেহেরপুরে আন্তঃসীমান্ত যাত্রী চলাচল ও পণ্য আমদানি-রপ্তানির উদ্দেশ্যে মুজিবনগরকে স্থল কাস্টমস স্টেশন হিসেবে ঘোষনা করে গেজেট প্রকাশ করা হয়েছে। গত ২৭ মে জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ ক্রমে সিনিয়র সচিব আবু হেনা মো: রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। 

গেজেটে বলা হয়েছে এস.আর.ও নং-১৩৮-আইন/২০২১/১২৩/কাস্টমস। কাস্টমস এ্যাক্ট-১৯৬৯ এর ৯ ধারার ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মাঝপাড়ার ৩০.৩০ একর জমির উপর স্থল কাস্টমস স্টেশন হিসেবে ঘোষনা করা হয়েছে। 

মেহেরপুর মুজিবনগরকে স্থল কাস্টমস স্টেশন হিসেবে গেজেট প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মেহেরপুরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দরা।