মেহেরপুর পৌরসভার বিভিন্ন বস্তি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশ : 2021-09-26 09:48:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুর পৌরসভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় পৌর এলাকার বিভিন্ন বস্তিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার হঠাৎ পাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর শিউলি আক্তার, বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, সাজেদুর রহমান সাজু, যুবলীগ নেতা ইয়ানুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, এই শহরকে গ্রীন, ক্লীন রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন বৃক্ষ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি বন্ধুর মত উপকার করে, তাই আসুন “বেশি করে গাছ লাগায় পরিবেশ বাঁচায়”। বৃক্ষরোপনকালে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।