মেহেরপুর থানা পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার
প্রকাশ : 2022-05-30 15:33:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার তিন জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইলিয়াস হোসেন (৬০), শোলমারী গ্রামের মৃত সাদ আলীর ছেলে শাজাহান ওরফে রুহুল (৫২) ও গাংনী উপজেলার নীলকুঠি ভাটপাড়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে আব্দুল মাবুদ (৩৫)। সদর থানার ওসি শাহ দারা খানের নেতৃত্বে (রবিবার) গত ২৪ ঘন্টার অভিযানে এসব আসামীদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে ইলিয়াস হোসেন চুরির মামলায় শাজাহান জুয়া আইনের মামলায় এবং গাংনীর ভাটপাড়ার আব্দুল মাবুদ পুলিশের উপর হামলা মামলার আসামী। মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফেরদৌসি এ তথ্য নিশ্চিত করেছেন। সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, গ্রেফতারকৃতদের সোমবার সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।