মেহেরপুর জেলা প্রশাসনের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ 

প্রকাশ : 2021-05-03 08:54:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুর জেলা প্রশাসনের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ 

কোভিড-১৯ দুর্যোগে আশ্রয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার তেরঘরিয়া আশ্রয়ন প্রকল্পে আশ্রিত ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, সহকারী কমিশনার ভূমি ইয়ানুর রহমান প্রমুখ।