মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও জনসচেতনাতামূলক প্রচার
প্রকাশ : 2021-04-03 15:47:01১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রমসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর ট্রাফিক পুলিশের একটি দল মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এবং পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জনসচেতনতা মূলক প্রচারণা চালান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামের নেতৃত্বে জনসচেতনতামূলক অনুষ্ঠানে অন্যদের মধ্যে ট্রাফিক ইনস্পেক্টর জাহাঙ্গীর হোসেন, সার্জেন্ট পবিত্র, উত্তম কুমার সহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ প্রচারণার কাজে অংশগ্রহণ করেন। অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য এবং সকলকে মাস্ক ব্যবহার করার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আহবান জানানো হয়।