মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত
প্রকাশ : 2022-10-17 19:16:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন। আজ সোমবার শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে আব্দুস সালাম ১৭৬ ভোট পেয়ে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দী সাবেক মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল পেয়েছেন ১১৫ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষনার পর নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালামকে নেতা কর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন। এ্যাড. আব্দুস সালাম বলেন, আমি সকলের সহযোগিতা নিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখবো।
এর আগে সকাল ৯ টা থেকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী, গাংনী উপজেলা পরিষদ ও মুজিবনগর কমপ্লেক্সের অডিটরিয়ামে একযোগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গহণ শুরু হয়। ভোট গ্রহন চলে দুপুর ২টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা ছিল ২৯৩টি।