মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক বিএনপি প্যানেল জয়ী 

প্রকাশ : 2021-11-27 09:51:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক বিএনপি প্যানেল জয়ী 

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ (২০২২) নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিএনপি প্যানেল জয়ী হয়েছে। সভাপতি মারুফ আহাম্মদ বিজন ও সাধারণ সম্পাদক এ কে এম জিল্লুর রহমান নির্বাচিত হন। শুক্রবার সকাল ৯টা থেকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত। ভোটার, আইনজীবী ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিদের পদচারণায় মুখরিত ছিল গোটা আইনজীবী ভবন প্রাঙ্গণ। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দু’টি প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী ভোটে অংশ গ্রহণ করেন। জেলা আইনজীবী সমিতির ২০২২ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পদে মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে এ কে এম আসাদুজ্জামান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে মারুফ আহমেদ বিজন এবং সাধারণ সম্পাদক পদে এ কে এম জিল্লুর রহমান নির্বাচনে অংশগ্রহণ করেন। 

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (রাসেল), সেলিম রেজা, কোষাধ্যক্ষ পদে শাহরিয়ার মাহমুদ (শাওন), গ্রন্থাগার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে শাহিনুর রহমান, নির্বাহী সদস্য পদে রোকেয়া খাতুন, মোশারফ হোসেন, রুত সোভা মন্ডল, কে এম নুরুল হাসান (রঞ্জু), আবুল হাশেম, মিজানুর রহমান, ফয়সাল নাসরুল্লাহ (কনক) অংশ গ্রহণ করে। 

অপর দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম, হাসান মাহবুবুর রহমান (মুকুল), যুগ্ম সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম-২, মিজানুর রহমান, কোষাধক্ষ্য আরিফুজ্জামান, গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক এহান উদ্দিন মনা, নির্বাহী সদস্য পদে এ এস এম এম হাসানুল্লা, সাইফুল ইসলাম (সাহেব), শফিউল আজম খান বকুল, সেলিম রেজা গাজী, মোছাঃ বুলবুলি খাতুন, কল্লোল, সাইদুর রহমান (রিপন), সেলিম রেজা কল্লোল প্রতিদ্বন্দ্বিতা করেন। 

টানা ৩ ঘন্টা ভোট গণনার পর মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. বিমল কুমার বিশ্বাস ভোটের ফলাফল ঘোষণা করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ১০ জন ও অপর দিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৫ জন জয়লাভ করেন।

বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি পদে মারুফ আহমেদ বিজন, সহ-সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম ও গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক পদে এ কে এম জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলাম-২ ও আবদুল্লাহ আল মামুন রাসেল, কোষাধক্ষ্য পদে আরিফুজ্জামান, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে এহান উদ্দিন (মনা) এবং সদস্য পদে রোকেয়া খাতুন, রুত শোভা, শফিউল আজম খান বকুল, ফয়সাল নাসরুল্লাহ কনক, মোছাঃ বুলবুলি খাতুন, সাইদুর রহমান রিপন, সেলিম রেজা গাজী নির্বাচিত হন। ১৩০ জন ভোটারের মধ্যে ১১২ জন ভোটা দিয়েছেন। এবং ১৮ জন অনুপস্থিত ছিলেন।