মেহেরপুর জেনারেল হাসপাতালে ৬জন করোনা রোগীর মৃত্যু

প্রকাশ : 2021-06-30 08:28:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুর জেনারেল হাসপাতালে ৬জন করোনা রোগীর মৃত্যু

মঙ্গলবার মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরোও ছয়জনের মৃত্যু হয়েছে। ছয়জনই মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মহর আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আবুল হায়াত (৭০), ভোর সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ার মোঃ শফিকুল হকের স্ত্রী শাম্মি আক্তার (৪৫), সদর উপজেলা যুগিন্দা গ্রামের মৃত আফছার আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা নাজের আলী (৬৫), গাংনী উপজেলা বামুন্দির মৃত আক্কাস আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা রওশন আলী (৭০), জোড়পুকুরিয়া গ্রামের খলিলের স্ত্রী জাহিদা খাতুন (৬০) ও সদর উপজেলা পিরোজপুর গহরপুর গ্রামের মৃত লালচাঁদ এর ছেলে নুরুল হক (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মকলেছুর রহমান জানান, অধিকাংশ রোগী সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালে অক্সিজেনের কোন ঘাটতি নেই। কিন্তু সচেতনতার অভাবে শেষ সময়ে রোগীদের ভর্তি করাচ্ছেন, যাদের অক্সিজেন ৩০ থেকে ৪০ নেমে গেছে। ফলে চিকিৎসকদের করণীয় থাকছে না। তিনি আরো জানান, বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে রেড জনে ৩৯ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের দাফন কার্য স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করা হবে।