মেহেরপুরে স্ট্যাম্প জালিয়াতির মামলায় রফিকুল ইসলাম কারাগারে

প্রকাশ : 2021-12-15 18:24:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরে স্ট্যাম্প জালিয়াতির মামলায় রফিকুল ইসলাম কারাগারে

অবশেষে মেহেরপুরে প্রায় ১৪ কোটির ষ্ট্যাম্প জালিয়াতির মামলায় মেহেরপুর ডিসি অফিসের সাবেক নাজির রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে মেহেরপুরের মুখ্য বিচারিক হাকিম (চীফ জুডিশিয়াল আদালত) আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন চাইলে, আদালতের বিচারক শিরিন নাহার রাষ্ট্রের বিপুল অর্থ জালিয়াতি এবং মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে তার জামিন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

উল্লেখ্য  গত ৫ মে ঢাকা কেন্দ্রীয় ডাক ভবনের সরকারী পিকআপ গাড়িতে ভুয়া চাহিদাপত্রের প্রায় ১৪ কোটি টাকার সরকারী ষ্ট্যাম্প মেহেরপুর জেলা প্রশাসকের গোডাউনে সংরক্ষণ করা হয়। ডিসি অফিসের নাজির ষ্ট্যাম্পগুলো গ্রহণ করেন। ঘটনা ফাঁস হয়ে গেলে ওইদিন রাতে ষ্ট্যাম্পবহনকারী ঢাকা জিপিওর নিন্মমান সহকারী (ষ্ট্যাম্পস) আবুল বাশার দেওয়ান মেহেরপুর সদর থানায় প্রথমে জিডি করেন। 

জিডিতে উল্লেখ করেন ডিসি অফিসের নাজির ভুয়া চাহিদাপত্র তৈরী করে এই ষ্ট্যাম্প আত্মসাৎ করতে ভুয়া চাহিদাপত্র দিয়ে রাষ্ট্রীয় এই ষ্ট্যাম্প এনেছে। 

জেলা প্রশাসক (ডিসি) এই ঘটনায় নাজির রফিকুল ইসলাকে ৭ মে সাময়িক সাসপেন্ড করেন। পরে ষ্ট্যাম্প জালিয়াতি ঘটনায় নাজির রফিকুল ইসলামকে আসামী করে ঢাকা জিপিওর নিন্মমান সহকারী (ষ্ট্যাম্পস) আবুল বাশার দেওয়ান ২১ মে বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করেন। মামলা নং-১৯।