মেহেরপুরে সার্টার বন্ধ করে মালামাল বিক্রি করার সময় দুই দোকান মালিককে জরিমানা

প্রকাশ : 2021-07-11 17:05:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরে সার্টার বন্ধ করে মালামাল বিক্রি করার সময় দুই দোকান মালিককে জরিমানা

সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধি-নিষেধ কে উপেক্ষা করে দোকানের সার্টার বন্ধ করে মালামাল বিক্রি করার সময় মেহেরপুরে দুই দোকান মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার সকাল দশটার দিকে মেহেরপুর বড়বাজার এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন সময় মিমি স্টোর (সুতার দোকান) ও বিগ বাজার নামক দোকানের সার্টার বন্ধ করে ভিতরে কাস্টমারের কাছে মালামাল বিক্রি করার সময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইয়ানুর রহমানের নেতৃত্বে দুই দোকানের সার্টার তুলে অভিযান চালালে কাস্টমারসহ দোকান মালিককে মালামাল বিক্রি করতে দেখতে পায়।

সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় সংক্রমণ রোগ ২০১৮ এর আইনের ২৪/১ ও ২৪/২ এর ধারায় মিমি স্টোর দোকানের মালিককে ৩ হাজার টাকা ও বিগ বাজার নামক শপিংমলের ম্যানেজারকে ৪ হাজার টাকা জরিমানা করেন এবং লকডাউন চলাকালীন দোকান বন্ধ রাখার জন্য কঠোর ভাবে নিষেধ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সহকারী কমিশনার ইয়ানুর রহমান সহ বিজিবি ও মেহেরপুর জেলা পুলিশের একাধিক সদস্য সেখানে উপস্থিত ছিলেন।